- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-৭-২০২৩, সময়ঃ সকাল ১০:২৪
দুপুরে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
মাধুকর ডেস্ক►
শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে আজ রবিবার (২৩ জুলাই) মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ‘এ’ এবং পাকিস্তান ‘এ’ ক্রিকেট দল। সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে জয় দিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে ভারত।
শিরোপা নির্ধারণীর আজকের খেলায় পাকিস্তানকে হারিয়ে এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারত ‘এ’ দল। এদিকে, শিরোপা জেতাই মুল লক্ষ্য পাকিস্তানেরও।
তাই চিরপ্রতিদ্বন্দ্বি দলটির বিপক্ষে জয়ের বিকল্প চিন্তা ছাড়াই মাঠে নামবে পাকিস্তানও। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০মিনিটে শুরু হবে খেলা।