- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২-১২-২০২৩, সময়ঃ সকাল ১১:৩৩
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
মাধুকর ডেস্ক►
সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে বাংলাদেশ। ৩৩২ রানের টার্গেটে খেলতে নেমে পঞ্চম দিনের প্রথম সেশনেই কিউইদের দ্বিতীয় ইনিংস ১৮১ রানে থেমেছে। শনিবার (২ ডিসেম্বর) এ জয় পায় বাংলাদেশ।
টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল ৩ উইকেট। প্রথম সেশনেই নাঈম আর তাইজুল এই ৩টি উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় নিশ্চিত করে।
এর আগে নিউজিল্যান্ডে সাথে ১৭ টেস্টে বাংলাদেশ জিতেছিল মাত্র একটিতে। তাও আবার সেটি তাদের ঘরের মাঠ মাউন্ট মঙ্গানুইয়ে। দেশের মাটিতে নিউজিল্যান্ডকে একাধিকবার ওয়ানডেতে ধবলধোলাইয়ের ইতিহাস রয়েছে বাংলাদেশের। টেস্টেও তেমনটা আশা করা কঠিন, শান্ত-তাইজুলরা অন্তত খরা ঘুচিয়ে ঘরের মাঠে ইতিহাসের প্রথম জয় তুলে নিয়েছে।