• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৩:০৮

পলাশবাড়ীতে আজব বিদ্যালয়



পলাশবাড়ী প্রতিনিধি ►

পলাশবাড়ীর পূর্ব ফরিদপুর বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় সংগীত গাওয়াতো দূরে কথা, নেই শিক্ষাথী, বিদ্যালয়ে অনিয়মিত শিক্ষকরাও। দায়সারা ভাবে চলছে প্রতিষ্ঠানটি। আজ মঙ্গলবার সকাল ৯ টা ৫০ মিনিটে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শুধু অফিস সহায়ক হাবিবুর ও দপ্তরি মাসুদার বসে আসেন। 

প্রায় ১০টার সময় বিদ্যালয়ে আসেন প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও হেড ক্লাক আনোয়ার ইসলাম। সকাল সাড়ে ৯ টায় ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও ১০টায় শুরু হয় ক্লাস। প্রধান শিক্ষক বলেন। বিদ্যালয়ে ষষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত ১১৮ জন্য শিক্ষাথী থাকলেও উপস্থিত মাত্র ২ জন। 

১৩ জন শিক্ষকের মধ্যে মাত্র ৩ জন উপস্থিত। ছাত্র/ছাত্রী বিদ্যালয়ে না আসার কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক ও হেড ক্লাক বলেন, শিক্ষার্থীরা না আসলে কি করার আছে। কিন্তু হাজিরা খাতায় সব শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত দেখানো হয়েছে।