- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
পলাশবাড়ীতে ঘন কুয়াশায় বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার পলাশবাড়ীতে ঘন কুয়াশায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) ভোররাতে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের গড়েয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার হারুন মিয়ার ছেলে জামিল মিয়া (২২) এবং একই এলাকার মুছা মিয়া (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী কাজী লাইন নামের নৈশ কোচটি গড়েয়া ব্রিজ এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে সামনের একটি সিমেন্ট বোঝাই ট্রাককে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের ডান পাশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ২ যাত্রী মারা যান। এছাড়া বাসের পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান জানান, ঘন কুয়াশা ও বাসের উচ্চ গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।