• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৪:১৭

পার্বতীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ



পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ ইসমাঈলের সভাপতিত্বে কৃষকদের রবি মৌসুমে কৃষি প্রণোদনার উদ্বোধন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এড. মোস্তাফিজুর রহমান এমপি। 

সূচনা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাজিব হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, পৌর মেয়র আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন ও বেলাইচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান কৃষিবীদ নুর মোহাম্মদ রাজা। 

২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভূট্টা, সূর্যমূখী, শীতকালীন পিয়াঁজ, মুগডাল, ফসলের বীজ ও রাসায়নিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। এর আওতায় ৪ হাজার ৪’শ ৪০ জন কৃষক রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় এই সুফল পাবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে ১ কেজি সরিষা, ১০ কেজি ডিএফপি ও ১০ কেজি এমওপি বিতরণ করা হয়। বিতরণ শেষে- ঈঁদুরের দিন হবে শেষ গড়বো সোনার বাংলাদেশ- এ স্লোগানকে সামনে রেখে জাতীয় ঈঁদুর নিধন অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়।