• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

পিআর পদ্ধতি আদায় করেই জামায়াত নির্বাচনে অংশ নেবে : আব্দুল হালিম



গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►

পিআর পদ্ধতি আদায় করেই জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

আজ (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ মসজিদ মিলনায়তনে আয়োজিত উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জনগণ প্রস্তুত একটা পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নেয়ার জন্য। জামায়াতে ইসলামীর সকল কর্মীকে জনগণের কাছে যেতে হবে, দৈনিক উল্লেখযোগ্য পরিমাণ সময় নির্বাচনী কাজে ব্যয় করতে হবে। একটি মানবিক বাংলাদেশে  ও জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা করতে হলে সৎ মানুষকে দায়িত্বে নিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্র ক্ষমতায় যাইনি, কিন্তু এই দলের নেতা কর্মীদের দেশের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় দায়িত্ব পালন করতে হয়েছে এবং দলের অনেক নেতাকে মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, কিন্তু তারা কখনো দুর্নীতি করেননি এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

মাওলানা হালিম আরও বলেন, মহান আল্লাহ গজবের পরিবেশ থেকে শান্তির পরিবেশ এনে দিয়েছেন। এখন আমরা উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। যাদের রক্তের মাধ্যমে এ দেশে নতুন স্বাধীনতা এসেছে তাদের চেতনা ভুলুন্ঠিত হতে দেয়া যাবে না। তাই  দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করে অংশগ্রহনমুলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক জেলা আমীর ও গোবিন্দগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, জেলা আমীর আব্দুল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান,  জেলা সেক্রেটারি জহুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান,  উপজেলা সহকারি সেক্রেটারি সহ অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য  রেজাউল করিম,প্রচার বিভাগের সেক্রেটারি মাজহারুল ইসলাম,  জেলা শিবিরের সেক্রেটারি ইউসুফ আল কারযাভী, উপজেলা সভাপতি জাহিদুল ইসলাম, পৌর সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ