• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২৩

পীরগঞ্জে পুকুরে মিললো অজ্ঞাত বৃদ্ধের লাশ



পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে রেজাউল মিয়ার বাড়ি সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে পুকুরে ভাসমান অবস্থায় ওই লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। 

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুলতানা রাজিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় রংপুর ডি সার্কেল সহকারী পুলিশ সুপার আবু হাসান মিয়া, ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামানসহ ডিবি, পিবিআই, সিআইডি কর্মকর্তা তাঁর সাথে ছিলেন। 

মৃতের মুখে মেহেদী লাগানো দাড়ি গোঁফ, মাথায় কালো চুল, পরনে নীল পাঞ্জাবী ও পরনে বাদামী রঙ্গের চেকের লুঙ্গি ছিল। 

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে তাকে অন্য কোথাও শ্বাস রোধে হত্যা করে ওই পুকুরে  লাশ ফেলে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। লাশ ময়না তদন্তে রংপুর মর্গে পাঠানো হয়েছে।