- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৬-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৩:১২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের ন্যায় গাইবান্ধায় প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন হয়েছে-হুইপ গিনি
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা সড়ক বিভাগের অধিনে আজ সোমবার গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের শহরের ঘাঘট-১, ঘাঘট-২ ও গাইবান্ধা বালাসী সড়কের পুলবন্দী এলাকায় আলাই নদীর উপর সেতুর নির্মাণ কাজের ভিত্তি প্রস্থরের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এ সময় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আক্তার, উপ-বিভাগীয় প্রকৌশলী আফজাজুল হক, পৌর মেয়র মো. মতলুবর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ আহসান হাবীব রাজীব, খোলাহাটী ইউপি চেয়ারম্যান মাছুম হক্কানী খাদেমুল ইসলাম খুদি প্রমুখ।
হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের ন্যায় গাইবান্ধায় প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন হয়েছে। বিশেষ করে শহরের ফোর লেন, গাইবান্ধা বালাসী, গাইবান্ধা নাকাই ও গোবিন্দগঞ্জ, গাইবান্ধা পলাশবাড়ি সড়ক, গাইবান্ধা সুন্দরগঞ্জ, গাইবান্ধা সাদুল্যাপুর সড়কের প্রসস্তকরণসহ নতুন নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে নাকাই বড়দহ ঘাট সেতু, সাদুল্যাপুর ঘাঘট সেতু, পলাশবাড়ি সড়কের মাঝিপাড়া সেতু, সাঘাটায় মেলানদহ, উল্লা, ত্রিমোহনী সেতুসহ অসংখ্য ছোট বড় সেতু নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর চন্ডীপুর এলাকায় তিস্তা সেতু নির্মান কাজ চলমান রয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, সদর হাসপাতাল সম্প্রসারন করে ১০ তলা ভবন নির্মান করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য এই ৩টি সেতু নির্মাণ কাজ শেষ হলে কোন যানজট থাকবে না। তেমনি জনগনের দুর্ভোগ লাঘব হবে।