• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৩৩

ফুলছড়ি উপজেলা বিএনপির প্রয়াত সভাপতির স্মরণে শোক সভা



ফুলছড়ি প্রতিনিধি

ফুলছড়ি উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি হাবিবুর রহমান হবির স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হেলিপ্যাড মাঠে উপজেলা বিএনপির আয়োজনে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মঈনুল হাসান সাদিক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম। 

ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে সভায়  প্রয়াত হাবিবুর রহমান হবির স্মৃতিচারণ করে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলম সরকার, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ, ফুলছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া, গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও এএইচএম সোলায়মান হোসেন শহিদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জোহা লুডু, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম জয়, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা ছাত্রদলের সভাপতি আলমাস হোসাইন, সাধারণ সম্পাদক আসিফ সাজ্জাদ ছোটন, উদাখালী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রায়হান ইসলাম রাহুল প্রমুখ।