- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ফুলছড়ির গজারিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মওলা গ্রেপ্তার
আমিনুল হক, ফুলছড়ি►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিহাদুর রহমান মওলা এবং পার্শ্ববর্তী সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলমান ‘ডেভিড হান্ট অপারেশন-২’-এর অংশ হিসেবে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে গজারিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে জিহাদুর রহমান মওলাকে গ্রেপ্তার করা হয়। তিনি গজারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন। এর আগে গত সোমবার (২৯ ডিসেম্বর) রাতে সাঘাটা উপজেলার উত্তর উল্লা গ্রাম থেকে ভরতখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুজাউল করিমকে গ্রেপ্তার করা হয়।
ফুলছড়ি থানা পুলিশ জানায়, ডেভিড হান্ট অপারেশন-২ অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন করার পর আদালতে পাঠানো হবে। তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে, এসম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে সবকিছু যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হোদা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুলছড়ি উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান অপারেশন ‘ডেভিল হান্ট ফেস টু’ অভিযান চলমান রয়েছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তারকৃত সুজাউল করিমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
পৃথক এই গ্রেফতারের ঘটনায় ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।