• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-১-২০২৪, সময়ঃ সকাল ১০:৫৭

বিইউপি ভর্তি পরীক্ষায় প্রথম হলেন সুন্দরগঞ্জের রুহুল আলম



নিজস্ব প্রতিবেদক►

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিউপি) ভর্তি পরীক্ষায় ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ইউনিটে প্রথম হয়েছেন রুহুল আলম সৈকত। 

বুধবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

রুহুল আলমের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। তিনি ধুবনী কঞ্চিবাড়ী ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন। ভর্তি পরীক্ষায় তার এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ মো. মাহবুব আলম।

গত শনিবার (২০ জানুয়ারি) সকালে এবং বিকেলে দুটি অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নেওয়া হয়।

এর আগে শুক্রবার (১৯ জানুয়ারি) শুরু হয় বিইউপির প্রথমদিনের ভর্তি পরীক্ষা। শুক্রবারও দুটি অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিইউপিতে অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদনগ্রহণ চলে গত ১৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। আবেদনগ্রহণ শেষে শুরু হয় ভর্তি পরীক্ষা