• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৬-২০২৩, সময়ঃ সকাল ০৯:০০

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত



ফুলবাড়ী প্রতিনিধি ►

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারত থেকে গরুর মাংস এ পারে পাচারের সময় দেশটির সীমান্তরী বাহিনী বিএসএফের গুলিতে হাফিজুর রহমান নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা নাখারজান সীমান্তে এ ঘটনা ঘটে। আহত হাফিজুরকে উদ্ধার করে তাঁর সঙ্গীরা রংপুরের কোনো এক কিনিকে ভর্তি করেছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

সীমান্তে বসবাসকারী আলতাফ হোসেন জানান, ভোরে উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের নাখারজান সীমান্তের ৯৪০ নম্বর আন্তর্জাতিক পিলারের ৬ নম্বর সাব পিলারের কাছ দিয়ে কয়েকজন চোরাকারবারি ভারত থেকে প্যাকেটজাত গরুর মাংস বাংলাদেশে পাচার করছিলেন। এ সময় ভারতের ছাবরি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেন। এক পর্যায়ে বিএসএফ গুলি ছুঁড়লে হাফিজুর আহত হলেও তাঁর তিন সঙ্গী পালিয়ে আসতে সম হন। পরে তাঁরা হাফিজুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের অধীনে কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্তে টহল জোরদার করা হয়েছে। আহত ব্যক্তিকে খোঁজা হচ্ছে।