• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

মাধুকরের পাতায় পাতায় স্মৃতির দিনলিপি

মাধুকরের পাতায় পাতায় স্মৃতির দিনলিপি...

রিকতু প্রসাদ►

দৈনিক মাধুকর আমার প্রিয় একটি পত্রিকা। পত্রিকাটি ঘিরে রয়েছে স্মৃতি, অনুপ্রেরণা আর ভালোবাসার গল্প। পড়াশোনা শেষ করে যখন কর্মজীবনে পা রাখি, অফিসে যাওয়ার সময় প্রতিদিন যে জিনিসটি সঙ্গে নিতে ভুলতাম না, তা ছিল মাধুকর। মাধুকর না পড়লে যেন দিনের শুরুটাই অসম্পূর্ণ থেকে যেত। অদ্ভুত এক টান, এক নেশা। যা আজও আগের মতোই অটুট।

মাধুকরের সম্পাদকীয় পাতার বিষয়ভিত্তিক গভীর ভাবনা, সময়কে ধারণ করা লেখা আর চমকপ্রদ ফিচারগুলো ধীরে ধীরে আমার ভেতরে লেখালেখির আগ্রহ জাগিয়ে তোলে। শব্দের ভেতর দিয়ে সমাজকে দেখার যে চোখ, তা গড়ে ওঠে এই পত্রিকার হাত ধরেই। বেগম রোকেয়া দিবস, কবি সুফিয়া কামালের জন্ম কিংবা মৃত্যুবার্ষিকী, নারী দিবস অথবা নারী নির্যাতন প্রতিরোধ দিবস এলেই বার্তা সম্পাদক প্রিয় ভবতোষ রায় মনা দার ফোন লেখা দিতে হবে কিন্তু।”

তাড়াহুড়ো করে দুই-এক দিনের মধ্যেই লেখা জমা দিতাম। আর যেদিন  ছাপা হতো, সেদিন পত্রিকার পাতায় নিজের নাম দেখে যে ভালো লাগা কাজ করত, তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন।

এখন আমি ২৪ ঘণ্টা সংবাদভিত্তিক একটি চ্যানেলে কাজ করি। নতুন নতুন গল্পের খোঁজে মাঠ চষে বেড়াই, মানুষের কথা, জীবনের কথা তুলে আনি পর্দায়। কিন্তু দিন শেষে যখন স্ক্রিপ্ট লিখতে বসি, তখন বারবার মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা মাধুকরের পাতায় লেখা পাঠানোর উত্তেজনা, অপেক্ষা আর আনন্দের স্মৃতি। সাংবাদিকতা আর লেখালেখির প্রতি যে দায়বদ্ধতা আজ অনুভব করি, তার বীজ বুনে দিয়েছিল দৈনিক মাধুকরই।

এই পথচলায় প্রেরণার বাতিঘর হয়ে থাকা দৈনিক মাধুকর-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাধুকর আরও বহু বছর সত্য, সাহস আর সাহিত্যবোধের আলো ছড়িয়ে যাক-এই প্রত্যাশা রইল।

লেখক: গণমাধ্যমকর্মী, গাইবান্ধা।