- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৫-১১-২০২৩, সময়ঃ রাত ০৭:১০
রংপুর বিভাগের সাংবাদিকদের নিয়ে পিআইবির তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু
নিজস্ব প্রতিবেদক►
রংপুর বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) তিনদিন ব্যাপী নির্বাচন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ (আবাসিক) শুরু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) পিআইবির সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রথম দিনের সেশনে প্রশিক্ষণ প্রদান করেছেন নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান।
এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব জেসমীন টুলী, প্রশিক্ষক (পিআইবি) সৈকত, পিআইবি প্রতিবেদক এম এম নাজমুল হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আগামী ২৭ নভেম্বর তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ শেষ হবে।