- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-৭-২০২৩, সময়ঃ দুপুর ১২:০০
রাণীনগরের ইশতিয়াক আলম বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য নির্বাচিত
নওগাঁ প্রতিনিধি ►
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ইসরাফিল আলমের ছেলে এস.এম. ইশতিয়াক আলমকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য নির্বাচিত করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত স্মারকের মাধ্যমে এই ঘোষনা দেয়া হয়।
সদস্য নির্বাচিত হবার পর ইশতিয়াক আলমকে নওগাঁ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী প্রদান করে ইশতিয়াক আলম। পরে উত্তরবঙ্গের কৃতি সন্তান মরহুম আব্দুল জলিল ও বাবা মরহুম ইসরাফিল আলমের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলী প্রদান শেষে তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশগ্রহণ করে। এসময় নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য সদস্য ও অন্যরা উপস্থিত ছিলেন।
সদস্য নির্বাচিত হওয়ার পর অভিমত ব্যক্ত করতে গিয়ে ইশতিয়াক আলম বলেন আমার সবকিছুর আদর্শ ছিলেন আমার বাবা। আমি ছোট বেলা থেকেই মানুষের প্রতি বাবার ভালোবাসাকে দেখেছি। রাজনীতি করতে এসে নিজের এলাকার জন্য ভালো কিছু করার যে স্পৃহা তা বাবার কাছ থেকেই পেয়েছি। তাই আমিও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ, ছাত্রলীগের নীতিকে অবলম্বন করে আর সকল শ্রেণির মানুষের প্রতি বাবার রেখে যাওয়া ভালোবাসাকে পাথেয় করে রাণীনগর ও আত্রাই উপজেলার মানুষকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর আমাকে সদস্য হিসেবে নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, সম্পাদকসহ অন্য সবার প্রতি রইলো অশেষ কৃতজ্ঞতা।