- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৯-১২-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫৭
রোকেয়ার চেতনায় নারীর সমঅধিকার-সমমর্যাদা প্রতিষ্ঠার দাবি
নিজস্ব প্রতিবেদক►
বেগম রোকেয়ার চেতনায় নারীর সমঅধিকার-সমমর্যাদা প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। বেগম রোকেয়া দিবস উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গাইবান্ধা পৌরপার্কে আয়োজিত নারী সমাবেশে এ দাবি জানান বক্তারা।
এ সময় বক্তারা বলেন, বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত ছিলেন। তিনি সমাজের শত প্রতিকূলতা মোকাবেলা করে অধিকার বঞ্চিত নারীদের মুক্তির আকুতি ধারণ করে সংগ্রাম করেছেন। নারীদের শিক্ষা-সংস্কৃতি, আত্মনির্ভরশীলতার রুচি বিনির্মানে নিরন্তর সংগ্রাম করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাকে শুধু লালন করাই নয়, তা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম করা আজ সময়ের দাবি।
বক্তারা সামাজিক অবক্ষয় রোধে অপসংস্কৃতি-অশ্লীলতা, নারী-শিশু নির্যাতন-ধর্ষণ -হত্যা, পর্নোগ্রাফি ও মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার সদস্য কমরেড কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন, নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, সাংগঠনিক সম্পাদক রাহেলা সিদ্দিকা, লিজা উল্লা, কলি রানী প্রমুখ।
এর আগে, সংগঠনের নেতকর্মীদের অংশগ্রহনে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।