- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২-১২-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৭
সাঘাটার বোনারপাড়া পুলিশ ফাঁড়ির ভবনের উদ্বোধন
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া পুলিশ ফাঁড়ির নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ-এর ডিআইজি মো. আব্দুল বাতেন বিপিএম, পিপিএম আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী, সাঘাটা থানার অফিসার ইনচার্জ রাকিব হাসান, বোনারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রদীপ কুমার, সাঘাটা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুস সালাম প্রমুখ।
পরে ডিআইজি আব্দুল বাতেন নবনির্মিত পুলিশ ফাঁড়ি চত্বরে বৃক্ষরোপন শেষে ফাঁড়ির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুলিশের কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন।