- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৫-২-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:২৬
সাদুল্লাপুরে অটোরিকশা চাপায় প্রাণ গেল শিশুর
সাদুল্লাপুর প্রতিনিধি►
সাদুল্লাপুর উপজেলায় ব্যটারি চালিত অটোরিকশা চাপায় সাদিয়া খাতুন নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার সাদুল্লাপুর-তুলসীঘাট সড়কের ইদ্রাকপুর ক্লাবের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া খাতুন ইদ্রাকপুর ছওতুল হেরা নুরানী মাদ্রাসার শিক্ষক ও গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় গ্রামের বাসিন্দা মওলানা মোঃ জালাল উদ্দিনের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাকুরির সূত্রে মওলানা মোঃ জালাল উদ্দিন ইদ্রাকপুরে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। ঘটনার সময় সাদিয়া ওই এলাকায় তার বাসার সামনে সড়ক পার হচ্ছিলো। এ সময় তুলসীঘাট থেকে ছেড়ে সাদুল্লাপুরগামী ব্যটারি চালিত অটোরিকশাটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ঘাতক অটোরিকশা ও তার চালককে আটক করে থানায় সোপর্দ করেছে।
সাদুল্লাপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক অটোরিকশা চালক আল আমিন মিয়া গাইবান্ধা সদর উপজেলার কবিরাপাড়া গ্রামের মফিজুল হকের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।