• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৪৫

সাদুল্লাপুরে ট্রাক্টর চাপায় প্রাণ গেল যুবকের



সাদুল্লাপুর প্রতিনিধি►

সাদুল্লাপুর উপজেলায় ট্রাক্টর থেকে পরে গিয়ে ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রাতুল মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

আজ শুক্রবার (১৮ আগস্ট) সকালে উপজেলা সদরের সাদুল্লাপুর-তুলসীঘাট সড়কে লিচু মিয়ার চাতালের সামনে এই ঘটনা ঘটে।

নিহত রাতুল মিয়া ঢাকার কেরনীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামের মোঃ রুবেল মিয়ার ছেলে এবং মাটি কাটা যন্ত্র ‘এসকেভেটর (ভেকু)’ এর চালকের সহকারী। দীর্ঘদিন থেকে তারা উপজেলার বিভিন্ন এলাকায় ‘এসকেভেটর (ভেকু)’ দিয়ে মাটি কাটার কাজ করছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ট্রাক্টরযোগে উপজেলার কান্তানগর থেকে কিশামত শেরপুরের জনৈক উজ্জলের ইট ভাটায় যাচ্ছিলেন। পথে ওই এলাকায় সড়কের বাঁক ঘুরতে ঝাকুনিতে ট্রাক্টর থেকে সড়কে পরে গিয়ে রাতুল ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

সাদুল্লাপুর থানার ওসি মাহাবুল আলম জানান, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। ট্রাক্টরের চালক পালিয়ে গেছে। এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।