- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
সাদুল্লাপুরে বিএনপির’র ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন এক হাজার রোগী
তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) সকালে সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্যোক্তা গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব এ্যাড. আব্দুস ছালাম মিয়া, যুগ্ম আহ্বায়ক অনোয়ারুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।
উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সহযোগিতায় বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আবীর হাসান দীপের সার্বিক তত্বাবধানে ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ কর্মসূচির আয়োজন করে।
এ ক্যাম্পে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, ডাঃ আবীর হাসান দীপ, ডাঃ দেলোয়ার হোসেন নয়ন, ডাঃ আহসান হাবীব, ডাঃ বাশার. ডাঃ ফারুক, ডাঃ আশিক, ডাঃ মাসুদ, ডাঃ মিনহাজ, ডাঃ রোফায়েত, ডাঃ হাসিক ও ডাঃ সুখরঞ্জন চিকিৎসাসেবা প্রদান করেন।
দিনব্যাপী প্রায় এক হাজার অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ফ্রি ওষুধ গ্রহণ করেন।