- মাধুকর প্রতিনিধি
- ৭ ঘন্টা আগে
সারাদেশে পালিত হচ্ছে দেবী জগদ্ধাত্রী পূজা
মাধুকর ডেস্ক►
দেশের নানা স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পালিত হচ্ছে দেবী জগদ্ধাত্রী পূজা। বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় এই পূজার আনুষ্ঠানিকতা।
ভক্ত অনুরাগীরা জানায়, কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে এবার শুরু হয়েছে এই দেবীর আরাধনা। প্রথম দিনে মন্দিরে ধর্মীয় আচার, রীতি ও প্রার্থনা করে সময় কাটছে পুণ্যার্থীদের।
এছাড়া পূজা ঘিরে মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার। শনিবার রাতে ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা। চট্টগ্রামের পটিয়া ও পটুয়াখালীর বাউফলসহ নানা এলাকায় এ পূজা উপলক্ষে নানা থিমে সাজানো হয়েছে দেবী জগদ্ধাত্রীকে।