• মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে

সুন্দরগঞ্জে গ্রীম্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ



তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীম্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের ফাইনাল খেলা ও সবগুলো ইভেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ক্রীড়া সমিতির আয়োজনে বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে বালক ফুটবল ইভেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

ফুটবল ফাইনাল খেলায় বেলকা এমসি উচ্চ বিদ্যালয় বনাম ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয় অংশগ্রহন করে। খেলার নির্ধারিত সময়ে ৩-০ গোলে ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বেলকা এমসি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালিকা ফুটবল খেলায় জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান এবং সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স-আপ হন।

পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্ল্যাহ, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব, ধুবনী  কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুর রহমান, খানাবাড়ি এম ইউ দাখিল মাদ্রাসার সুপার মো. ইয়াকুব আলী, খামার পাঁচগাছি দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম প্রমুখ।