- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
সুরের মূর্ছনায় মোহনার ১৭৮তম সংগীতানুষ্ঠান
মোদাচ্ছেরুজ্জামান মিলু►
মোহনা মানেই গাইবান্ধার একটি সাংস্কৃতিক সংগঠনের নাম এবং মোহনা মানেই একটি সংগীতানুষ্ঠানের নাম। বাংলাদেশের একমাত্র নিয়মিত মাসিক সংগীতানুষ্ঠানের আয়োজন করে মোহনা। মোহনায় একদিকে শেকড়ের কথা বলে আরেকদিকে অনুষ্ঠানের গুণগতমান রক্ষা করে চলে। ফলে মোহনায় একবার কেউ গান গাইলে তার ক্যারিয়ারও হয়ে ওঠে বর্ণাঢ্য। এবারে মোহনা অনুষ্ঠিত হলো রোববার সন্ধ্যায় গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
গীতিকার ও বাচিক শিল্পী অমিতাভ দাশ হিমুনের উপস্থাপনায় গান গেয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কারিমাতুস শাহরিন উষ্ণ এবং কুড়িগ্রামের আনোয়ারুল ইসলাম।
উষ্ণ একজন বেতার শিল্পী এবং তিনি মোহনায় গান গাইলেন প্রথমবার। তিনি বাংলাদেশ ও ভারতের হারানোদিনের কয়েকটি আধুনিক গান গেয়েছেন বেশ সাবলিলভাবে। অপরদিকে আনোয়ারুল গেয়েছেন নজরুল সংগীত এবং দুই দেশের কিছু আধুনিক গান।
বরাবরের মতো যন্ত্রসংগীতে ছিলেন তবলায় মাহমুদ সাগর মহব্বত, কি-বোর্ডে এসএম স্বাধীন, প্যাডে মানিক বর্মন এবং গিটারে তানভির মাহাতাব।
অনুষ্ঠান শেষে শিল্পীদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং ক্রেস্ট প্রদান করে সম্মানীত করা হয়।